ফের রাজনীতির ময়দানে সোনালি গুহ। গত কিছুদিন ধরেই বার্তা দিয়েছিলেন বিজেপি নেতৃত্বকে। সম্প্রতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখাও করেন তিনি।
এবার রাজ্য বিজেপি তাঁকে মহিলা মোর্চার কর্মসমিতির সদস্য করেছে। শনিবারই সেই কমিটি গঠন করেছে বিজেপি। পঞ্চায়েতের আগে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গীকে দায়িত্ব দেওয়া রাজনৈতিক মহলের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সদ্য বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী বদল হয়েছে। তনুজা চক্রবর্তীর হাত থেকে দায়িত্ব এসেছে ফাল্গুনী পাত্রের হাতে। শনিবার ২১ জনের রাজ্য কর্মসমিতি গঠন করা হয়েছে। তাতেই জায়গা পেয়েছেন তিনি। ফাল্গুনী পাত্র জানিয়েছেন, অনেক দিন ধরেই সোনালি গুহ কাজ করতে চাইছিলেন। সাংগঠনিক জেলা ডায়মন্ডহারবারের দায়িত্ব দেওয়া হয়েছে।