ভোটের দিন, ভোটের কারণেই ছেলেকে হারিয়েছেন । শনিবার বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল বাসন্তীর তৃণমূল কর্মী আনিসুর ওস্তাগারের । সেই আনিসুরের মা আমিনা ওস্তাগার এদিন ফের ভোট দিলেন । ছেলের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি । বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের ১১৩ নম্বর বুথে ভোট দিতে এসে কান্নায় ভেঙে পড়লেন তিনি । একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।
উল্লেখ্য,শনিবার ভোটের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন আচমকা বোমা বিস্ফোরণ । তাতেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মী আনিসুরের । বোমা ছোড়ার অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ । যদিও, স্থানীয় এক বাসিন্দার কথায় নির্দল প্রার্থীর দলবল বোমা ছোড়ে । সোমবার সেখানেই চলছে পুনর্নির্বাচন ।
আরও পড়ুন, Panchayet Repoll: নতুন করে উত্তপ্ত দিনহাটা, কংগ্রেস প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ