ভাইফোঁটার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার ভাইফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির ছিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হয়ে তৃণমূলের প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়ে দেন শোভন। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হলে তার প্রতিবাদ তিনি করবেন। পাশাপাশি বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও শোভনের সুরে সুর মেলান। তাঁর কথায়, কোনও পদে না থেকে মুখ্যমন্ত্রীর ভালোবাসা পাওয়া অনেক বড় বিষয়।
এদিন শোভন বলেন, "মমতাদির বিরুদ্ধে চক্রান্ত হলে, আমার মতো মানুষ কলিজা দিয়ে সবকিছু রক্ষা করবে। পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করা হলে বাংলার খুবই ক্ষতি হবে।"