সোনার মেয়ের সোনা। কেরলের আলপুঝায় এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে ৪ টি সোনা জিতেছেন বাংলার স্নেহা ঘরামি। একক ভাবে জিতেছেন ৩টি সোনা। দলগত ভাবে ১টি।
প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই সময়ে বালির মেয়ে স্নেহাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন ডোমজুড়ের বিধায়ক তথা তৃণমুলের হাওড়া জেলা সভাপতি কল্যাণ ঘোষ। তিনিই স্নেহাকে আশি হাজার টাকা দিয়েছিলেন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য।
অবশেষে স্বপ্নপূরণ হয়েছে স্নেহার। সোনার মেয়ে সোনা নিয়ে বাড়ি ফিরেছেন। রেকর্ডও গড়েছেন বেশ কয়েকটা। বাবার স্বপ্নপূরণ করে উচ্ছ্বসিত স্নেহা জানিয়েছেন,পরবর্তীকালে তিনি আরও দূর এগোতে চান।