টেটের পর এবার স্লেট (SLET) । রাজ্যের কলেজগুলিতে (College Recruitment Exam) অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া চালু করতে চলেছে রাজ্য সরকার । পরীক্ষার দিনও নির্ধারিত হয়ে গিয়েছে । আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে স্টেট এলিজিবিলিটি টেস্ট (SLET) । রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষাকেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে । পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে কলেজ সার্ভিস কমিশন ।
পরীক্ষার প্রস্তুতিতে একগুচ্ছ পদক্ষেপ করেছে কলেজ সার্ভিস কমিশন । কমিশনের তরফে জানানো হয়েছে, ইউজিসির নির্দেশিকা মেনেই পরীক্ষার প্রস্তুতি চলছে । এবার ১১০ টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । পরীক্ষার্থী প্রায় ৮৫ হাজার । রাজ্যের যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে, সেখানকার উপাচার্যের নেতৃত্বে পরীক্ষা হবে । প্রশ্নপত্র খোলা, বিতরণ— সবই নির্দিষ্ট আধিকারিকদের তত্ত্বাবধানে হবে । প্রশ্নপত্র ফাঁস যাতে না হয়,সে বিষয়ে নজরদারির জন্য পুলিশ-প্রশাসনের সাহায্য নেওয়া হতে পারে ।
পরীক্ষাকেন্দ্রগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে । সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে । কমিশনের তরফে দু’জন করে অধ্যাপককে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে । পরীক্ষার প্রস্তুতিতে মোট ২২০ জনকে নিয়োগ করা হয়েছে । ইউজিসির পর্যবেক্ষকও থাকবেন বলে জানা গিয়েছে ।