সোমবার দুপুরে বাগুইআটির জর্দাবাগান এলাকা থেকে উদ্ধার মানুষের মাথার খুলি, হাড়গোড়। পরিত্যক্ত বাড়ির জঞ্জালের ভিতর থার্মোকল দিয়ে ঢাকা ছিল কঙ্কাল। বাগুইআটি থানার পুলিশ এসে ওই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
Lok Sabha 2024: এক্সিট পোলে মোদী ফেরার ইঙ্গিত পেয়েই চাঙ্গা শেয়ার বাজার, হু হু করে চড়ছে দর
জনবহুল অঞ্চল মাথার খুলি সমেত ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। এলাকাবাসীই প্রথম ওই কঙ্কাল ভর্তি ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কে বা কারা এই খুলি ফেলে রেখে গিয়েছে, এগুলি আদৌও কোনও মানুষের কিনা তা খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।