সেনাবাহিনীকে ঘিরে ধরে ১২ জন বন্দিকে ছাড়িয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি অগ্নিগর্ভ মণিপুরের। জানা গিয়েছে, ওই দুষ্কৃতীদলের নেতৃত্বে ছিলেন এক মহিলা।
সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে, রবিবার সকালে কাঙ্গাইলের লুপ গোষ্ঠীর ১২ জন দুষ্কৃতীকে আটক করা হয়। কিন্তু এর কিছু পরেই প্রায় ১৫০০ জন দুষ্কৃতী সেনাবাহিনীকে ঘিরে ধরে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই আশঙ্কা করে ধৃত ১২ জন বন্দিকে ছেড়ে দেওয়া হয়।
এই প্রসঙ্গে একটি টুইটও করা হয়। ওই টুইটে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় তার জন্য মণিপুরের ইথাম গ্রামের নির্দিষ্ট কিছু এলাকায় তল্লাশি চালানো হয়। অশান্তির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেসময় ১২ জন দুষ্কৃতীকে আটক করা হয়। এবং তাদের নিয়ে ফিরছিল সেনাবাহিনীর জওয়ানরা। সেসময় প্রায় ১২০০ থেকে ১৫০০ জন দুষ্কৃতী সেনাবাহিনীকে ঘিরে ধরে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। তাই সংঘর্ষ এড়াতে ওই ১২ বন্দিকে ছেড়ে দেওয়া হয়।
সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত। মেইতেই এবং কুকি গোষ্ঠীর মধ্যে চলছে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা বাহিনী এবং অসম রাইফেলস বাহিনী।