মুক্তি পাওয়ার পর থেকেই 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক অব্যাহত। ইতিমধ্যেই, এই রাজ্যে ছবিটিকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ছবিটির নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মুখ খুললেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দুই সিপিএম নেতা মদন ঘোষ ও মৃদুল দে-র স্মরণসভায় উপস্থিত হয়ে ইয়েচুরি বলেন, "কেরালা স্টোরি তো আমরাই কেরালায় বন্ধ করিনি। ব্যান করে কোনও কিছুর সমাধান হয় না। মানুষ এর উত্তর দেবে"।
উল্লেখ্য, গত সোমবার রাজ্যে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল নবান্ন। তার প্রতিবাদেই মঙ্গলবার সুপ্রিম কোর্টে যায় এই ছবির প্রযোজকরা। তাঁদের দাবি, এই ছবির উপর বাংলা থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সুপ্রিম কোর্টের পাশাপাশি এই ছবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্টও।
শুক্রবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। বুধবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসীমার বেঞ্চ।