ছাত্রনেতা আনিস খানের(Anish Khan) রহস্যমৃত্যুর তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল(SIT)। ১৫ দিনের মধ্যে ওই তদন্তকারী দল(SIT) রিপোর্ট জমা দেবে। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।
শুক্রবার রহস্যজনকভাবে বাড়িতেই মারা যান আলিয়া বিশ্ববিদ্যালয়ের(Aliah University) ছাত্র নেতা আনিস খান(Anish Khan)। পরিবারের অভিযোগ, পুলিশের(Police) পোশাক পরিহিত তিন যুবক বাড়ি ঢুকে আনিসকে খুন করেছে। তবে সে অভিযোগ মানতে নারাজ আমতা থানা(Amta Police Station)। তাঁদের দাবি, সেদিন পুলিশের কোনও আধিকারিক আনিসের(Anish Khan) বাড়ি যাননি। তবে কারা এসেছিল সেদিন রাতে, তা নিয়ে এখনও ধন্ধ কাটেনি।
আরও পড়ুন- Anish Khan Murder : আনিস খানের মৃত্যুর ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা, সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার
এদিকে, তরতাজা এই যুবকের মৃত্যুতে(Anish Khan Murder) এখনও ক্ষোভে ফুঁসছে সারদা খাঁ পাড়া। পুলিশের(Police) ভূমিকা নিয়ে এলাকার বাসিন্দারা রীতিমতো ক্ষুব্ধ। এমনকি, রবিবার সকালে আনিসের বাড়িতে তদন্তকারীরা গেলে, তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের জেরে এলাকা ছাড়তে হয় পুলিশকে(Police)।