প্রাথমিক দুর্নীতির তদন্তে থাকা সিট সদস্য ধরমবীর সিংহ অবসর চান। এবার এই দাবি নিয়েই কলকাতা হাইকোর্টের দারস্থ সিবিআই। তাঁকে তদন্ত থেকে অব্যাহতির আর্জি জানিয়ে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।। ধরমবীর সিবিআইয়ের এসপি পদমর্যাদার আধিকারিক জেনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি, সিবিআইয়ের সিটে কিছু বাঙালি অফিসার রাখার কথাও জানান বিচারপতি। উল্লেখ্য, টেটে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের সুপারিশ মেনেই তিনি এই নির্দেশ দেন বলেও খবর।
সিবিআই সূত্রে খবর, আদালতের নির্দেশে গঠিত সিট থেকে কেউ স্বেচ্ছায় বের হতে পারবে না। আদালতের অনুমতি ছাড়া এই মামলা ছেড়ে বেরোতেও পারবেন না কোনও সদস্য। সম্পূর্ণ মামলার তদন্ত হবে আদালতের নজরদারিতে। ফলে স্বেচ্ছাবসর নেওয়ার জন্য আদালতকে জানাতেই হত। তাই প্রক্রিয়া মেনেই ধরমবীর সিং আদালতের দারস্থ হয়েছেন।
আরও পড়ুন- Jitendra Tiwari: ভর্তি নিল না SSKM , পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রেসিডেন্সি জেলেই ঠাঁই হল জিতেন্দ্রর