‘আমার দিদিকে মেরে ফেলেছে ডাক্তার’, হাসপাতালের বাইরে নিজের হাত কেটে রক্ত দিয়ে এমনই পোস্টার লিখলেন তরুণী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে (Shaktinagar Hospital)। রবিবার এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। তরুণীর দাবি, চিকিৎসকের গাফিলতিতেই তাঁর দিদির মৃত্যু হয়েছে। যদিও তরুণীর অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Mahatma Gandhi-Charka: মহাত্মা গান্ধী এবং চরকা; এক নিঃশব্দ বিপ্লব
হাসপাতালের একটি সূত্র বলছে, কৃষ্ণনগর হাতারপাড়া এলাকার বাসিন্দা ২৫ বছরের যুবতী পূজা সরকার শনিবার রাতে পেটে যন্ত্রণা নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁর চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হয় বলে অভিযোগ। ICU ইউনিটে তাঁকে ভর্তির পরামর্শ দিয়েছিল চিকিৎসকেরা , কিন্তু তাঁকে ভর্তির কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। অত্যন্ত সংকটজনক অবস্থায় তাঁকে জেনারেল বেডেই রেখে দেওয়া হয় বলে খবর।