রাজ্যপালের সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন সাংসদ শিশির অধিকারী । সঙ্গে ছিলেন দিব্যেন্দুও । রাজ্যপালের আমন্ত্রণেই সোমবার বিকেলে রাজভবনে যান তাঁরা । সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন দু'জনে । তারপর রাজভবন থেকে বেরিয়ে যান তাঁরা । কিন্তু এই একঘণ্টার সাক্ষাতে কী আলোচনা হল তাঁদের মধ্যে ? রাজনৈতিক কথাবার্তা কি হয়েছে ?
রাজভবন থেকে বেরিয়ে দিব্যেন্দু দাবি করেন, সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল । রাজনৈতিক কোনও আলোচনা হয়নি । শিশিরের গলাতেও একই সুর । সাংসদের কথায়,রাজ্যপালের সঙ্গে তাঁর পূর্ব পরিচয় রয়েছে। তিনি এখানে জয়েন করার পরেই শিশিরকে আমন্ত্রণ জানিয়েছিলেন । কাঁথির সাংসদ বলেন, 'এতদিন সময় পাইনি, কিন্তু এখন সময় পেলাম। তাই এসে দেখা করলাম। এই সাক্ষাৎ সৌজন্যের, এর বেশি কিছু নয়।' কোনও রাজনৈতিক কথাবার্তা হয়নি বলেই দাবি তাঁর ।
পিতা-পুত্র সৌজন্য সাক্ষাতের দাবি করলেও, তা মানতে নারাজ রাজনীতির কারবারিরা । তাই এই বৈঠক নিয়ে গুঞ্জন একটা রয়েই গিয়েছে ।