একদিনে ১৫০ মিলিমিটার। অতীতের সব নজির ভেঙে দিল সোমবারের শিলিগুড়ির বৃষ্টি। যার জেরে শহরের একাধিক এলায় ঢেউ খেলছে। রীতিমতো কন্ট্রোলরুম খুলে রাত জাগতে হল শিলিগুড়ির পুরনিগমের পুরকর্তাদের। কখনো জোরে, কখনও আস্তে - সোমবার দিনভর বৃষ্টিতে ভিজেছে শিলিগুড়ি। প্রবল এই বৃষ্টির জেরে সকাল থেকেই বিভিন্ন এলাকায় জল উঠতে থাকে। ফলে বিপত্তি বাড়ে বাসিন্দাদের। বিকেলে বৃষ্টির তোর আরও বাড়ে। তাই আর দেরি না করে কন্ট্রোলরুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেচ দফতর জানিয়েছে, তিস্তার জল বাড়ায় জল ঢুকেছে শহরের একাধিক এলাকায়।
জানা গিয়েছে, কয়েক ঘণ্টার বৃষ্টির জেরে শহরের হাকিমপাড়া, কলেজপাড়া, মিলনপল্লি, শক্তিগড়, শান্তিনগর, অশোকনগর, ভানুনগর-সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে। এতে বিপত্তি বেড়েছে ওই এলাকার বাসিন্দাদের। রাতভর এলাকা বাসিন্দাদের নানা অভিযোগ পেয়েছেন পুরকর্তারা।
সেচ দফতরের দাবি, পার্বত্য এলাকার নীচে হওয়ায় শহরে বৃষ্টির জল জমলেও তা মুহূর্তের মধ্যে নেমে যায়। তবে এ বার সিংহভাগ এলাকাই জলের নীচে চলে গিয়েছে। মূলত মহানন্দার পার্শ্ববর্তী এলাকাগুলি জলের তলায়। সেখানে কোথাও কোমর পর্যন্ত, কোথাও বা আবার জল ঢুকেছে ঘরে। বেশ কিছু জায়গায় মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।