মাস খানেক আগে মা হয়েছে শীলা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আগমন হয়েছে ছোট্ট ছোট্ট পাঁচ অথিতির। এবার প্রকাশ্যে এল ওই পাঁচ রয়্যাল অতিথির ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে বৈশাখের তীব্র দাবদাহে জলের মধ্যে খেলা করছে রয়্যাল বেঙ্গল টাইগারের শাবকগুলি।
জন্মের একমাস পর এদিন নাইট শেল্টার থেকে বাইরে বের করা হয় শীলা এবং তার সন্তানদের। এই পাঁচ শাবকের মধ্যে চারটি স্ত্রী এবং একটি পুরুষ বাঘ রয়েছে। আপাতত সকলকে ক্রাল অর্থাৎ বাঘেদের খেলাধুলা করার জায়গায় রাখা হয়েছে। সব ঠিক থাকলে আর এক মাসের মধ্যেই পুঁচকে বাঘেদের দেখা পাবেন দর্শকরা।
আরও পড়ুন - বাড়ছে জলীয় বাষ্পের আনাগোনা, আরও নামবে তাপমাত্রা
শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে রয়েল বেঙ্গল টাইগার শীলা সম্প্রতি পঞ্চমবারের জন্য মা হয়। এই পাঁচ শাবক নিয়ে আপাতত শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হয়েছে ১৮।