যেদিকে চোখ যায় শুধুই বরফ। সাদা তুষারের চাদরে (Sikkim Snowfall) ডেকেছে লাচুং ও পেলিং। বড়দিনের আগে আচমকাই পারদ পতন। তার উপর আবার তুষারপাত। ফলে, পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের এখন সোনায় সোহাগা।
বুধবার সকালে আচমকাই শিলাবৃষ্টি হয় সুখিয়া-সীমানা অঞ্চলে। যার জেরে তাপমাত্রা কমে গিয়েছে একধাক্কায়। ওই এলাকায় তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার জেরে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিংয়েও।
আরও পড়ুন - বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল ১৫ হাজার ৮০০ গ্যালনের জলের ট্যাঙ্ক, আহত বহু
অন্যদিকে, কালিম্পংয়েও ইতিমধ্যেই তাপমাত্রার পতন হয়েছে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হচ্ছে পাহাড়ের বিভিন্ন জায়গায়। এছাড়াও একাধিক জায়গায় তুষারপাতের কারণে সাদা বরফের আস্তারণে ঢেকে গিয়েছে গোটা এলাকা।