ফেঁপে ওঠা তিস্তার (Teesta) জলের তোড়ে ভেসে এল মর্টার শেল। ভেসে আসা ওই সেলের বিস্ফোরণেই মৃত্যু হল দু'জনের। আহত ছয় জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সকলকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার চাঁপাডাঙ্গায়। ঘটনার তদন্তে পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকেই জলের তোড়ে একাধিক জিনিস ভেসে এসেছে সমতলের দিকে। সেরকমই হড়পা বানে সেনা ছাউনির মর্টার শেল ভেসে আসে। জানা গিয়েছে, স্থানীয় এক যুবক মাছ ধরতে গিয়েছিলেন নদীতে। সেই সময় মর্টার শেলটি কুড়িয়ে পান তিনি। বাড়িতে নিয়ে এসেছিলেন। পরিষ্কার করে খেলা করার সময় আচমকাই বিস্ফোরণ হয়।
আরও পড়ুন - ফুঁসছে তিস্তা, জলের তোড়ে ভেসে এল সেনা কর্মীর পোশাক, ব্যাগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তবিবর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয় দু'জনের। এই ঘটনায় আইনুর আলম, লাকু আলম, তসমিরা বেগম, রমজান আলি, লতিফা খাতুন, গোমের আলি এই ছয় জন গুরুতর জখম হয়েছেন।