উচ্চ মাধ্যমিকে প্রথম । মেধাতালিকায় সবার উপরে জ্বলজ্বল করছে একটাই নাম শুভ্রাংশু সর্দার । তথাকথিত সায়েন্স নিয়ে পড়েননি । অর্থনীতি, স্ট্যাটাসটিক্স, অঙ্ক এবং কম্পিউটার ছিল তাঁর বিষয় । দিনে মাত্র ৪ ঘণ্টা পড়েই ৪৯৬ স্কোর । শুভ্রাংশু জানালেন, ভাল পরীক্ষা দিয়েছিলেন, সবার থেকে ভাল ফল হবে আশাও করেছিলেন । তবে এতটা নয় । আগামীদিনে অর্থনীতি নিয়ে পড়তে চান । ছেলের রেজাল্টে গর্বিত মা জানাচ্ছেন, ছোট থেকে পড়াশোনায় ভাল শুভ্রাংশ । বই-ই তাঁর জীবন ।
শুভ্রাংশুর পরামর্শ, পড়াশোনার জন্য দিনে ৪ ঘণ্টাই যথেষ্ঠ । তবে খাটতে হবে । ভাল ফলের জন্য ভাল পরিশ্রমও প্রয়োজন । শুভ্রাংশুর মা জানিয়েছেন, ছোট থেকেই বই পোকা তাঁর ছেলে । পুজোর সময় জামা-কাপড় নয়, বই চাইতেন । উচ্চমাধ্যমিকেও ভাল ফল করলে, মা-বাবা যেন তাঁকে অনেক বই কিনে দেন ।
খেতে ভীষণ ভালবাসেন শুভ্রাংশ । বিরিয়ানি হোক বা চাইনিজ, কিংবা বাঙালি ডাল-ভাত, আলুপোস্ত...সব খাবারই তাঁর পছন্দের । উচ্চ-মাধ্যমিকের বড় পরীক্ষায় তিনি সফল । শুভ্রাংশুর এখন লক্ষ্য, আগামী দিনের পরীক্ষাগুলোকে এভাবেই সফলতার সঙ্গে উতড়ে যাওয়া । তাঁর চোখে যে অঢেল স্বপ্ন !