সাংসদ পদ খারিজ হয়ে গেলেও তাঁর নামে বরাদ্দ সরকারি বাংলো খালি করেননি মহুয়া মৈত্র। সোমবার এই কারণে তাঁকে শো-কজ নোটিশ পাঠাল
কেন্দ্রের ডাইরেক্টরেট অফ এস্টেটস (ডিওই)। কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদকে তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
গত ৮ ডিসেম্বর সাংসদ পদ খারিজ হয় মহুয়ার। কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৭ জানুয়ারির মধ্যে সরকারি বাংলো খালি করে দিতে বলা হয়েছিল মহুয়াকে। কিন্তু তিনি এখনও বাংলো খালি করেননি।
Ranveer Singh: লাক্ষাদ্বীপের ছবি দিতে গিয়ে মালদ্বীপের ছবি পোস্ট! তড়িঘড়ি ডিলিট করলেন রণভির সিং
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ পর্যন্ত ওই বাংলোতেই থাকতে চেয়েছিলেন মহুয়া। দিল্লি হাই কোর্টে মহুয়ার আইনজীবী জানিয়েছিলেন, বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনও খরচ দিতেও মহুয়া তৈরি। কিন্তু বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, সরকারি আবাসনে থাকার জন্য আবেদন ডিওই-র কাছেই করতে হবে। এতে আদালতের কিছুই করণীয় নেই। এরপরেই মহুয়াকে শো-কজ করল কেন্দ্র।