নিয়োগ দুর্নীতিতে বারবার তৃণমূল নেতার নাম জড়াচ্ছে। কেউ গ্রেফতার হচ্ছেন। কেউ বা ইডি-সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন। এই প্রেক্ষিতে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের।তিনি বললেন, মন্দিরে পূজারী চোর হতে পারেন, কিন্তু দেবতা চোর নন।
এর আগে দলের বিধায়ক তাপস রায় জানিয়েছেন, কয়েকজন 'বদমাশ' দলে ঢুকে গিয়েছেন। তাই এমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন দল। শনিবার খড়দহের একটি সভায় শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "সমাজের ভাল-খারাপ দুই আছে। সৎ ও অসৎ দুটো শব্দও রয়েছে। অসৎ লোক নিশ্চয়ই আছে। তার জন্য তো গোটা দল নষ্ট হয়ে যায় না।"
ওই সভাতেই শোভনদেব জানান, "একটা মন্দিরে পুরোহিত চোর হতে পারেন। দেবতা কি চোর হয়ে যান! নাকি অপবিত্র হয়ে যান! যাকে আমরা শ্রদ্ধা করি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবেন! আমি চোর হতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবেন!"
আরও পড়ুন - রাহুল গান্ধীর মতো শুভেন্দুরও পদ খারিজ হত, মুখ্যমন্ত্রী নিষেধ করেন! বিস্ফোরক তাপস রায়
দুর্নীতি নিয়ে বলতে গিয়ে বাম জামানাকে নিশানা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও। এদিকে শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেন, "বামফ্রন্টের জামানায় পলিটেকনিক কলেজে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে।"