ব্যবসায়ীকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার দিঘিরপাড় এলাকায়। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম অশোক ছাটুই। মগরাহাটের মাইতিরহাট এলাকার বাসিন্দা তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কী কারণে গুলি, নেপথ্যে ব্য়বসায়িক কারণ, না পারিবারিক কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই ব্যবসায়ী কাজে বেরিয়েছিলেন। টাকা তুলে ফেরার সময় দিঘিরপাড় বাজারের কাজে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। সেই সুযোগে ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা।
গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই ওই ব্যবসায়ীকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।