শনিবার রাতে গাড়িতে হামলা আততায়ীদের। শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে গুলিবৃষ্টি। পরপর গুলি চালানো হয় এসইউভিকে লক্ষ করে। এসইউভি-র ভিতরে থাকা একজনের মৃত্যু হয়েছে। অপরজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে শক্তিগড়ের ল্যাংচা হাবের সামনে। যদিও কারা, কেন গুলি চালাল তা স্পষ্ট নয়। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাদা গাড়ির আরোহীদের লক্ষ করে নীল রঙের গাড়ির ভিতর থেকে চার থেকে পাঁচটি গুলি ছোড়া হয়।
১৯ নম্বর জাতীয় সড়কে চলে গুলি। পূর্ব বর্ধমানের শক্তিগড়ের আমড়া মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, গুলিতে যাঁর মৃত্যু হয়েছে, তাঁর নাম রাজু ঝা। তিনি পেশায় কয়লা ব্যবসায়ী ছিলেন।