দোলের (Holi) পরেই আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর জন্য প্রস্তুতি সম্পূর্ণ আসানসোলের তৃণমূলের (TMC)।
তৃণমূল সূত্রের খবর, আগামী ২০ মার্চ থেকে আসানসোল লোকসভার উপ-নির্বাচনে প্রচার শুরু করতে পারেন শত্রুঘ্ন সিন্হা। বৃহস্পতিবার আসানসোলের ভোটের প্রচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) এ কথা জানিয়েছেন। গত রবিবার লোকসভার উপনির্বাচনে 'বিহারীবাবু'কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে সঙ্গেই আসানসোলের নিচুতলার কর্মীরা প্রচার শুরু করে দিয়েছেন।
আসানসোলের সাতটি বিধানসভা এলাকায় কাউন্সিলর থেকে শুরু করে ব্লক সভাপতিরা দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টার হোডিং লাগানোর কাজ শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরেই আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন শত্রুঘ্ন। সেই সূত্রে জানা গিয়েছে, বাবার হয়ে প্রচার করতে আসতে পারেন সোনাক্ষী সিন্হা।
আসানসোলের তৃণমূল নেতৃবৃন্দের আলোচনার পর ঠিক হয়েছে, আগামী ২০ মার্চ প্রচার শুরু করবেন। শত্রুঘ্নকে স্বাগত জানাতে বিশেষ পরিকল্পনা রয়েছে তৃণমূল নেতৃত্বের।