সিপিএম নেতা শতরূপ ঘোষের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এমনকি, এর প্রেক্ষিতে ওই সিপিএম নেতার গাড়ি সংক্রান্ত বেশকিছু নথিও হাজির করেন তিনি। এবার তৃণমূলের সেই আক্রমণের জবাব দিলেন এই তরুণ সিপিএম নেতা। শতরূপ জানান, গাড়ি কেনার টাকা তাঁর বাবা দিয়েছিলেন। ২০২২ সালে ওই গাড়িটি কেনেন তাঁর বাবা। যিনি পেশায় কেন্দ্রীয় সরকারী চাকুরে।
মঙ্গলবার দলের রাজ্য দফতর মুজাফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দুটি চেকের মাধ্যমে তাঁর গাড়ির পেমেন্ট করা হয়। সঙ্গে সামান্য কিছু নগদও লেগেছিল গাড়ির জন্য। শতরূপের অ্যাকাউন্ট থেকে চেক মারফত আড়াই লাখ টাকা দেওয়া হয়েছিল। তাঁর বাবার অ্যাকাউন্টের চেক থেকে ১৮ লাখ ১ হাজার টাকা পেমেন্ট করা হয়েছিল গাড়ি কেনার জন্য। বাকি ১ লাখ ৯৯ হাজার টাকা নগদে দেওয়া হয়েছিল।