ফের বিক্ষোভের মুখে দিদির দূত শতাব্দী রায় (Shatabdi Roy)। বীরভূমের খয়রাশোল ব্লকের কৈথি গ্রামে সাংসদ শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।আলো, ঢালাই রাস্তা, পানীয় জয় নিয়ে অভিযোগ তোলা হয়। সাংসদ শতাব্দী রায় জানান, তিনি যতটা পারবেন, সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
আরও পড়ুন: 'নিয়োগ দুর্নীতিতে গোপাল দলপতি আসল লোক', দাবি ধৃত কুন্তল ঘোষের
শতাব্দী রায় বলেন, "অভিযোগ শুনতে আমরা এসেছি। যেগুলো ওদের অসুবিধা হচ্ছে শুনছি। যেগুলো আমার ক্ষমতার মধ্যে আছে, সেগুলো সমাধান করছি। আশ্বাস দিচ্ছি। আমার কমিটমেন্ট মানে হ্যাঁ। যেগুলো করা সম্ভব, সেগুলো বলে যাচ্ছি।"
এদিন রাস্তার আলো, নিকাশি ব্যবস্থা, ঢালাই রাস্তা একাধিক অভিযোগ নিয়ে সাংসদকে অভিযোগ জানান। সাংসদ শতাব্দী রায় জানান, স্বাস্থ্যকেন্দ্রের টিনের শেড নিজের থেকে করে দেবেন। কমিউনিটি হলও করে দেবেন তিনি। এনজিও থেকে জলের ব্যবস্থা হবে কৈথি গ্রামে। এসব সমাধান হয়েছে বলে দাবি সাংসদের।