বিক্ষুব্ধদের নিয়ে বিজেপিতে(BJP West Bengal) সমস্যা যেন মিটেও মিটছে না। সোমবার বিজেপি(BJP) সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur) বনগাঁর দলীয় কর্মীর বাড়িতে চড়ুইভাতিতে যোগ দেন। সেখানে ছিলেন সদ্য বিজেপি রাজ্য কমিটি(BJP West Bengal) থেকে বাদ পড়া রিতেশ তিওয়ারি(Ritesh Tiwary), সায়ন্তন বসু(Sayantan Basu)। ছিলেন বর্তমান কমিটির মুখপাত্র তথা প্রাক্তন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার(Jayprakash Majumder), বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক(BJP MLA) অশোক কীর্তনীয়া সহ অনেকেই।
রাজ্য বিজেপিতে(BJP West Bengal) বর্তমানে একটি গোষ্ঠীকে নিয়ে সমস্যার সূত্রপাত, এই চড়ুইভাতিতে তাঁদের উপস্থিতি অন্য রাজনৈতিক জল্পনার ইন্ধন দিয়েছে। যদিও রাজ্য কমিটি নিয়ে বিরোধে দলের ওপর আস্থা রাখার কথাই জানিয়েছেন শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। ধৈর্য ধরার কথা জানিয়েছেন এই সাংসদ(BJP MP)।
আরও পড়ুন- Anubrata Mondal: লটারির এক কোটি টাকা অনুব্রতর নামে ! অস্বীকার করলেন তৃণমূল নেতা
তবে তাৎপর্যপূর্ণভাবে শান্তনু জানান, "সুরের থেকে যদি বেসুর শুনতে ভালো লাগে, তাহলে মানুষের কাছে সেটাই গৃহীত হয়।" তাঁর এই বক্তব্য থেকেই তৈরি হয়েছে নতুন জল্পনা। তবে কি রাজ্য বিজেপির(BJP West Bengal) অন্দরে নতুন কোনও রাজনৈতিক পরিকল্পনা তৈরি করতে চলেছেন বিক্ষুব্ধরা, প্রশ্নটা থেকেই যাচ্ছে।