সোমবার মকর সংক্রান্তি। তার আগে রবিবার রাত থেকে সাগরে শুরু হল পূণ্য স্নান। বিশুদ্ধ পঞ্জিকা মতে, রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মাহেন্দ্রক্ষণ। চলবে সোমবার মধ্যরাত পর্যন্ত। উত্তরের কনকনে হাওয়াকে উপেক্ষা করে সকাল পর্যন্ত সাগরের জলে ডুব দিয়েছেন লক্ষাধিক পূণ্যার্থী।
এদিন সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল গঙ্গাসাগর। কিন্তু সেই কুয়াশাকে উপেক্ষা করেই জলে নামের লাখো মানুষ। স্নান সেরে তাঁরা পুজো দিয়েছেন কপিল মুনির আশ্রমেও। মেলা শুরুর আগেই উদ্যোক্তাদের দাবি ছিল এবার রেকর্ড গড়বে গঙ্গাসাগর। রবিবার রাতের পরে নির্দিষ্ট করে বলা যেতে পারে, এবার কত মানুষ সাগরের জলে ডুব দিয়েছেন।
মেলা ঘিরে আগে থেকেই প্রস্তুত প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলছে সাগরের স্নান। কথিত আছে, গঙ্গার থেকে গঙ্গাসাগরের মাহাত্ম অপরিসীম। মহাভারতে বর্নিত রয়েছে, দশটি অশ্বমেধের যজ্ঞের বদলে গঙ্গাসাগরে একটি ডুব ফল নিস্পন্ন হয়। তাই বলাই হয়, সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার।