কেন্দ্রের বিজেপি সরকারের এক ভাষা-এক ধর্ম-এক খাদ্যাভ্যাসের নীতির বিরুদ্ধে পথে নামল বাম ছাত্র সংগঠন এসএফআই। পাশাপাশি রাজ্যের স্কুলগুলিতে এক ইউনিফর্ম নীতির বিরুদ্ধেও মিছিল করে তারা। রবিবার রিপন স্ট্রিট থেকে মৌলালির রাজ্য দফতর পর্যন্ত তাদের এই মিছিল হয়। মিছিলে ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য সভাপতি প্রতিকুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব।
এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের কথায়, আরএসএসের এজেন্ডা হিন্দি-হিন্দু-হিন্দুস্থানের নীতি বিজেপি বাকি ভাষাগুলির উপর চাপিয়ে দিতে চাইছে। এর বিরুদ্ধে রাজনৈতিক রঙ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের এক ইউনিফর্ম নীতির বিরুদ্ধেও সোচ্চার হন এসএফআই রাজ্য সম্পাদক। আসলে এর মাধ্যমে ঘুরপথে তৃণমূল যে বিজেপির হিন্দি-হিন্দু-হিন্দুস্থানের নীতিকেই চাপিয়ে দিতে চাইছে, সেকথাও মনে করিয়ে দেন সৃজন।
আরও পড়ুন- NET success: তিন ফুটের শরীর, হাজার প্রতিবন্ধকতাকে হারিয়ে নেটে বেনজির সাফল্য শান্তিপুরের পিয়াষার
রাজ্যে ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে বামেরা। লাগাতার রক্তক্ষরণের পরেও তরুণ ব্রিগেড বামেদের আশা যোগাচ্ছে। ইনসাফ সভার পর থেকে বিভিন্ন ইস্যুতে লাগাতার আন্দোলনে পথে নেমেছে বাম ছাত্র সংগঠনগুলি। ফের একবার কেন্দ্র-রাজ্যের বিভিন্ন 'জনবিরোধী' ইস্যুর বিরুদ্ধে পথে নামল এসএফআই।