ব়্যাগিংয়ের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সভা করল বাম ছাত্র সংগঠন SFI। মঙ্গলবার দুপুরে ৮বি বাস স্ট্যান্ডে ওই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন একাধিক বাম নেতা।
এদিকে জানা গিয়েছে, যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে কোনও সভা করার অনুমতি দেয়নি পুলিশ। যদিও মঙ্গলবার সকালেই SFI এর তরফে জানানো হয়েছিল প্রশাসনের তরফে অনুমতি না দিলেও ওই সভা হবে। সেইমতো বেলা বাড়তেই শুরু হয় ওই সভা।
Read More- হাতের রাখিতে দশাবতার তাস, ক্ষয়ে আসা সময়কে বাঁচাতে মরিয়া বিষ্ণুপুরের শিল্পী
এদিকে সভা শুরু হওয়ার আগেই শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন SFI এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর কথায়, যাদবপুরের ছাত্র মৃত্যুতে রাজনৈতিক রং লাগাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনিই প্রথম ছাত্র মৃত্যুতে বামেদের বিরুদ্ধে আঙুল তোলেন।