হাওড়ার আমতায় (Amta) ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য । শনিবার, দফায় দফায় বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা । রবিবার সকালেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন বাম ছাত্র যুব নেতৃত্ব (SFI, DYFI) । আনিসের বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা । সেইসঙ্গে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা ।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর । রবিবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এসএফআই (SFI) । সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আনিসের হত্যাকারীর শাস্তি হচ্ছে, ততক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলবে ।
আনিসের খুনের ঘটনায় প্রকৃত তদন্ত হওয়া উচিৎ বলে মনে করেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । তিনি বলেন, ‘‘রাজনৈতিক খুন এ রাজ্যে নতুন কিছু নয় । সিপিএমের সুজনবাবু বলছেন, পুলিশ নাকি এনকাউন্টার করে মেরেছে। বাংলায় এনকাউন্টার হয় না কি ? আমতার রাজনৈতিক কর্মী খুন হয়েছেন না কি তিনি আত্মহত্যা করেছেন, তার প্রকৃত তদন্ত হওয়া উচিত। ’’
আরও পড়ুন, Anis Khan: পুলিশে প্রাণহানির আশঙ্কা জানিয়েও কেন খুন হতে হল! প্রশ্ন আনিসের পরিবারের
অন্যদিকে, ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) । তিনি বলেন, "বিক্ষোভ করে লাভ নেই । প্রকৃত যে দোষী তাঁকে অ্যারেস্ট করতে হবে । তদন্ত পুলিশ করবে । প্রকৃত দোষীকে শাস্তি দেবে আদালত ।"
আনিসের রহস্য মৃত্যু নিয়ে টুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh) । তিনি লিখেছেন, ‘পুলিশের পোশাক পরে তারাই খুন করে যারা পুলিশ আর সরকারকে ভিলেন বানিয়ে নিজেরা আড়ালে থাকতে চায় ।’ তাঁর প্রশ্ন, ‘পুলিশের পোশাক পরিকল্পিত ছদ্মবেশ নয় তো?’
পুলিশের উর্দি পরে বাড়িতে ঢুকে কয়েকজন ব্যক্তি আমতার বাসিন্দা আনিসকে ছাদ থেকে ফেলে খুন করে বলে অভিযোগ। আনিসের পরিবারের অভিযোগ, খুনিরা তৃণমূল ঘনিষ্ঠ । এরপরেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । শনিবার ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে ব্যস্ত পার্ক সার্কাস (Park Circus) মোড় ৷ বিভিন্ন ক্যাম্পাসে মিছিল করেন ছাত্রছাত্রীরা । রবিবারও বিক্ষোভ কর্মসূচি রয়েছে ।