নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই। এতদিন নন ইন্টারলকিংয়ের কাজের জেরে বেজায় সমস্যার মুখে পড়তে হয়েছিল, এবার ওভারহেডের কাজের জন্য হাওড়া-বর্ধমান শাখায় প্রায় ১৫ দিন বাতিল থাকবে ১৪ টি ট্রেন। ডানকুনিতে নতুন টার্মিনাল তৈরির উদ্যোগ পূর্ব রেল, এই কাজ ভাল ভাবে মিটলে বন্দে ভারতের মতো অত্যাধুনিক ট্রেন ছুটবে এই টার্মিনালের উপর দিয়েই।
কোন কোন ট্রেন বাতিল থাকছে?
হাওড়া থেকে আগামী কয়েকদিন বাতিল থাকছে মোট ৭ টি আপ ট্রেন। এছাড়াও ডাউনে বর্ধমান থেকে বাতিল পান্ডুয়া, তারকেশ্বর, গুড়াপ, শ্রীরামপুর ও মাশাগ্রাম থেকে আসা ট্রেনগুলি ছাড়াও, হাওড়া যাওয়ার আরও দুটি ট্রেন বাতিল।
Duare Sarkar: আজ থেকে দুয়ারে সরকার, শিবিরে আসুক কলেজ পড়ুয়ারাও, নির্দেশ নবান্নের
এর আগেও কাজ চলাকালীন ২৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হাওড়া বর্ধমান কর্ডলাইনে রেল চলাচল স্বাভাবিক ছিল না। ফের সেই একই ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা৷