মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে (Jalpaiguri Incident) । জল্পেশের শিবমন্দিরে (Jalpesh Shiva Temple) যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১০ জন পূণ্যার্থীর (Several Pilgrims died by electrocution) । বেশ কয়েকজন আহত হয়েছেন । জানা গিয়েছে, আহত অবস্থায় মোট ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
শ্রাবণ মাসের সোমবার । কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পূণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন । গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পরই ওই ঘটনাটি ঘটে । পূণ্যার্থীদের বেশ কয়েকজন অচৈতন্যে হয়ে পড়েন । সেইসময় চালক পিক-আপ ভ্যানটি চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে যান । সেখানেই ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
আরও পড়ুন, Sanjay Raut: ৬ ঘণ্টা জেরার পর গভীর রাতে গ্রেফতার সঞ্জয় রাউত
জানা গিয়েছে, ওই গাড়িতে ডিজে চলছিল । গাড়িতে থাকা জেনারেটর দিয়ে ডিজে বাজানো হয় । পুলিশের প্রাথমিক অনুমান, সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে । গাড়িটিকে আটক করা হয়েছে । চালক পলাতক । পুলিশ তদন্ত শুরু করেছে ।