বেহালার ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা । নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটে প্রাইভেট গাড়িকে পিষে দিল বাস । দুর্ঘটনায় একাধিক ব্যক্তি জখম হয়েছেন । তাঁর মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন । ঠাকুরপুকুরে ৩এ বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে । সোমবার ব্যস্ত সময়ে এমন দুর্ঘটনা জেরে এলাকায় ব্যপক যানজট তৈরি হয় ।
জানা গিয়েছে, ২৩৫ নম্বর রুটের একটি বাস তারাতলা থেকে পৈলানের দিকে যাচ্ছিল । ঠাকুরপুকুর ৩ এ বাসস্ট্যান্ডের কাছে ওই বাসকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি লাক্সারি বাস । তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ২৩৫ নম্বর রুটের বাসটি সামনে থাকা পরপর তিনটে প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে । তারপর ডিভাইডারে উঠে পড়ে । ওই প্রাইভেট গাড়িগুলির মধ্যে একটি পুলিশের গাড়িও ছিল । দুর্ঘটনার জেরে গাড়িগুলি ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে । বাস ও গাড়িগুলির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে ।
দুর্ঘটনার সময় বাসে ১০ থেকে ১২ জন যাত্রী ছিল । ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন বলে খবর । বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক ফল বিক্রেতাও । তিনি রাস্তার ধারেই ফল বিক্রি করছিলেন । এছাড়া কালীপুজোর কাজ চলছিল । সেখানেরও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে খবর । উল্লখ্য, বেশ কয়েকমাস আগেই বেহালায় দুর্ঘটনার জেরে প্রাণ গিয়েছিল চতুর্থ শ্রেণির এক ছাত্রের । যা নিয়ে কয়েকদিন তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি ।