শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। এই শাখায় প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। মেরামতির কাজের জন্য শিয়ালদহ শাখায় কাজ চলবে।
রেল সূত্রে খবর, লাইনের কাজের জন্য ফের শিয়ালদহ শাখায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত ১২টা থেকে পরেরদিন সকাল ছটা পর্যন্ত অনেক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে ও ভোরে কর্ড লাইনের ২ জোড়া বনগাঁ লোকাল, ৫ জোড়া ডানকুনি লোকাল, এক জোড়া করে বারাসত লোকাল, দত্তপুকুর লোকাল, হাসনাবাদ লোকাল বাতিল থাকবে। মেইন লাইনে নৈহাটি, বিবাদী বাগ লোকাল বাতিল থাকবে। ১০টি ট্রেন লোকাল ট্রেন স্বল্প দূরত্বে চলবে। ঘুরপথেও বেশ কিছু ট্রেন চলবে।
এদিকে রেলের রক্ষণাবেক্ষণের কাজের কারণে ডাউন শিয়ালদহ-পুরী ডাউন দুরন্ত এক্সপ্রেস শনিবার ৭টা ২৫ মিনিটের বদলে রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়বে। এছাড়া বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেসের যাত্রাপথ বদল করা হয়েছে। যাত্রীদের সুরক্ষা ও সঠিকভাবে গন্তব্য পৌঁছনোর জন্য যাতে কোনও অসুবিধা না হয়, তা আগে থেকেই জানিয়ে দিয়েছে রেল।