South Bengal Rain: প্রবল বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা, ভাঙল সেতু, বিপর্যস্ত জনজীবন, মৃত্যু 

Updated : Aug 03, 2024 11:14
|
Editorji News Desk

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আর তার জেরে জলমগ্ন একাধিক এলাকা। আরামবাগ থেকে শুরু করে আসানসোল সব জায়গায় প্রায় একই ছবি। একাধিক এলাকায় অস্থায়ী সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 

বিগত দুদিনের প্রবল বৃষ্টিতে জলমগ্ন আরামবাগের পুরশুড়ার বিভিন্ন এলাকা। জমি এবং নয়নজুলিতে জল জমে গিয়েছে। এমনকি বড় ড্রেনগুলিতেও জল জমে রয়েছে। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, একাধিক বাড়ি জলের তলায়। তাঁদের অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। এমনকি রাস্তায় জল জমে কয়েকটি গ্রাম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। 

এরই মাঝে বড়সড় বিপদ আসানসোলের কল্যাণপুর হাউজিং এলাকায়। শুক্রবার সন্ধে নাগাদ অফিস থেকে চারচাকা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবক। সেসময় কল্যাণপুর হাউজিং সেতু পারাপর করার সময় জলের তোড়ে গাড়িটি ভেসে যায়। প্রায় ১২ ঘণ্টা পর NDRF এর সদস্যরা ওই ব্যক্তির দেহ উদ্ধার করেন। 

এদিকে জলের তোড়ে ভেসে গেল জয়দেবের অস্থায়ী ফেরিঘাট। এর ফলে কেঁদুলি হয়ে বীরভূম থেকে বর্ধমান যাওয়ার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছে। সমস্যায় পড়েছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। 

একই ছবি আসানসোলের রিভারসাইড এলাকায়। জলের তোড়ে ভেসে যায় দামোদরের উপর অস্থায়ী বাঁশের সেতু। ওই সেতু ভেঙে যাওয়ার ফলে পশ্চিম বর্ধমান- বাঁকুড়ার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আসানসোলের রিভারসাইড এলাকায় দামোদর নদীর উপর এই অস্থায়ী সেতু টি ছিল। শুক্রবারের প্রবল বৃষ্টির ফলে ভেসে যায় সেতুটি। 

South Bengal

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর