প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজ্যকে । জায়গায় জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং । বিশেষ করে রেলস্টেশন (Rail Station), মেট্রো স্টেশনগুলিতে (Metro Station) চলছে তল্লাশি । যাতে কোনও নাশকতামূলক ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা (Security) আঁটোসাঁটো করা হয়েছে ।
মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থার ছবি ধরা পড়ল । এদিন সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় পুলিশের তৎপরতা লক্ষ্য করা গিয়েছে । বারুইপুরের (Baruipur) আমতলা রোডে শুরু হয়েছে নাকা চেকিং । প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে । যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । গাড়ির কাগজপত্র বৈধ কি না খতিয়ে তা দেখা হচ্ছে । এদিকে, শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে রেল পুলিশের তরফে । যাত্রীদের ব্যাগ খুলে তল্লাশি করা হচ্ছে ।
অন্যদিকে, মঙ্গলবার বালুরঘাট (Balurghat) শহরজুড়ে নিরাপত্তার একই ছবি ধরা পড়ল । এদিন, রঘুনাথপুর এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ ।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা মেট্রোতেও (Kolkata Metro ) নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে । বিভিন্ন স্টেশনে প্রায় ৮৫০ রেল পুলিশ (Rail Police) মোতায়েন করা হয়েছে । একইসঙ্গে কুইক রেসপন্স টিম (Quick Response Team) তৈরি রাখা হচ্ছে । প্রতিটি টিমে থাকবেন ৫ থেকে ৬ জন করে নিরাপত্তাকর্মী । মহিলা ও শিশুদের নিরাপত্তায় বিশেষ মহিলা সিকিউরিটি টিম রাখা হচ্ছে । তাছাড়া, স্নিফার ডগ প্রস্তুত রাখা হচ্ছে স্টেশনগুলিতে ।