আগামী বছরের জুন মাসেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়া সম্ভব হবে। কলকাতা মেট্রো রেলের তরফে এই খবর জানানো হয়েছে। ইতিমধ্যে গঙ্গার নীচে দিয়ে মেট্রোর ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ভূগর্ভস্থ লাইনের কাজও খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বউবাজার এলাকার কাজ দ্রুত গতিতে চলছে। আগামী বছরের শুরুতেই শিয়ালদহ থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হবে। এবং জুন মাস থেকেই পরিষেবা চালু করে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী তিনি।
হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো চলাচল করলে যাতায়াত খুবই সুবিধা হবে। যাঁরা কলকাতার বাইরে থেকে সেক্টর ফাইভে কাজে যায় তাঁদের বাসে করে হাওড়া স্টেশন থেকে সেক্টর পাঁইভ পৌঁছতে হয়। সেক্ষেত্রে রাস্তার যানজটের কারণে অনেকটাই সময় ব্যায় হয়। তবে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলে সহজেই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছনো সম্ভব হবে