শাহজাহান কোথায় ? শুক্রবারের সন্দেশখালির ঘটনার পর এখন এটাই প্রশ্ন রাজ্য-রাজনীতির অলিন্দে। শনিবার সকালেও থমথমে সরবেড়িয়ার আঙ্কুঞ্জিপাড়া এলাকা। এই এলাকাতেই মসিহা বলে পরিচিত শাহজাহান। এদিনও গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের ছেলের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সি ইডির আশঙ্কা বাংলাদেশ পালিয়ে যেতে পারেন তৃণমূল নেতা। সেই কারণে বসিরহাট সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সকে সতর্ক করা হয়েছে।
রেশন দুর্নীতির তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অন্যতম ঘনিষ্ঠ বলে শাহজাহানের নাম উঠে আসে। সেই তল্লাশিতেই শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় হাজির হন ইডি অফিসাররা। কিন্তু তাঁদের যে প্রতিরোধের মুখে পড়তে হবে, তা কল্পনাও করা করতে পারেননি। কার্যত পালিয়ে সন্দেশখালিতে প্রাণ বাঁচান ইডি কর্তারা।
এদিকে গ্রামবাসীদের দাবি, কোনও রকম আইনি কাগজ ছাড়াই শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেই কারণেই প্রতিরোধ করা হয়। আঙ্কুঞ্জিপাড়ায় মোট পাঁচটি বাড়ি রয়েছে এই তৃণমূল নেতা। প্রতি বাড়িতেই একজন করে ভাই থাকেন। গ্রামবাসীদের দাবি, এলাকায় শান্ত ছেলে বলেই পরিচিত শাহজাহান।