সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত প্রায় ১০ ঘন্টার জন্য বাতিল করা হবে একাধিক ট্রেন। এমনকি ঘুর পথেও চালানো হবে বেশ কিছু ট্রেন।
কী জানিয়েছে ভারতীয় রেল?
জানানো হয়েছে, ৮ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাত ১০টা বেজে ১৫ মিনিট থেকে পরের দিন রবিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। আর সেই কারণেই ব্যহত হবে শিয়ালদহ শাখার রেল পরিষেবা।
কোথায় কাজ হবে?
রেল সূত্রে খবর, বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজের কাজ করা হবে। সেই কারণেই পাওয়ার ব্লক করতে হবে। আর তাই প্রায় ১০ ঘন্টার জন্য ব্যহত হবে লোকাল ট্রেনের পরিষেবা।
কোন কোন ট্রেন বাতিল ?
শনিবার রাতে বাতিল থাকছে ৩৪৮৬০ ও ৩৪৮৫৬ ডাউন। আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার লোকালও বাতিল করা হয়েছে। একইসঙ্গে রবিবার ৯ ফেব্রুয়ারি আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ ডায়মন্ড হারবার লোকাল বাতিল করা হয়েছে। অন্যদিকে ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ ডায়মন্ড হারবার লোকাল বাতিল থাকছে।