সোনারপুর স্টেশনের কাছে রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত ছিল শিয়ালদহের দক্ষিণ শাখার আপ ও ডাউনের ট্রেন চলাচল। এর জেরে অফিস ফেরত যাত্রীরা পড়েছেন বেজায় সমস্যায়। স্টেশনে স্টেশনে গিজগিজ করছে ভিড়।
Abhishek Banerjee: কাজ না করলেই বহিষ্কার! পঞ্চায়েত ভোটার আগে আরও কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়
শনিবার ৫.১৫ নাগাদ সোনারপুর এবং নরেন্দ্রপুর স্টেশনের মাঝে ওভার হেডের তার ছিঁড়ে পড়ে। একঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। অভিযোগ স্টেশনে কোনওরকম ঘোষণাও করা হয়নি। ট্রেন গুলিতে লেটের কারণে তিল ধারণের জায়গা নেই। ফলত বেজায় সমস্যায় নিত্যযাত্রীরা৷ দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর একে একে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়তে শুরু করে। ১ ঘণ্টা ১৫ মিনিট পর ট্রেন চলাচল শুরু হয়।