পুজোয় (Durga Puja 2023) কয়েকদিনের লম্বা ছুটি। জগন্নাথ দর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে অথচ টিকিট পাচ্ছেন না? যাত্রীদের জন্য সুখবর। পুরী (Puri) যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railway)। তবে শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনের টিকিটে কোনও ছাড় পাওয়া যাবে না। একই সঙ্গে এই বিশেষ ট্রেনের টিকিট তৎকালে কাটা যাবে না বলেও জানিয়েছে রেল।
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সপ্তমী থেকে একাদশী পর্যন্ত শিয়ালদহ স্টেশন থেকে এই বিশেষ ট্রেন ছাড়বে। শনিবার অর্থাৎ সপ্তমীর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ০৩১০১ শিয়ালদহ-পুরী স্পেশাল যেটি পুরী পৌঁছবে অষ্টমী অর্থাৎ রবিবার ভোর ৪টে ১৫ মিনিটে।
আরও পড়ুন - পুজোর আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ৪ শতাংশ DA বৃদ্ধি কেন্দ্রের
পুরী থেকে আবার ০৩১০২ পুরী-শিয়ালদহ স্পেশাল ট্রেন কলকাতার উদ্দেশে রওনা দেবে দুপুর ৩টে ১৫ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে রাত ২টোয়। ইতিমধ্যেই এই ট্রেনের বুকিং শুরু হয়ে গিয়েছে।