শনিবারও শিয়ালদহ মেন সেকশনে যাত্রী দুর্ভোগ চলছে। বিধাননগর বা দমদম থেকে শিয়ালদহ যেতে অনেকটাই সময় লাগিয়ে দিচ্ছে লোকাল ও দূরপাল্লার ট্রেনগুলি। শনিবারও বন্ধ ছিল শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর স্টেশন। স্টেশনের ওই অংশে বৈদ্যুতিক সিগন্যালগুলিকেও নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে লাল ও সবুজ ঝান্ডা দেখানো হচ্ছে।
এদিকে শনিবার রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছে। এরপর দুর্ভোগের শিকার হতে হয় দুরন্ত এক্সপ্রেসের যাত্রীদেরও। শনিবার সকালে বিধাননগর স্টেশন থেকে শিয়ালদহে রাজধানী এক্সপ্রেসের সময় লাগে প্রায় ৪ ঘণ্টা। অনেকেই দমদম ও বিধাননগর স্টেশন থেকে নেমে লাইন ধরে হাঁটা লাগিয়েছেন।
রেলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যাত্রী স্বাচ্ছন্দ বৃদ্ধির লক্ষ্যে বৈদ্যুতিক ইন্টারলকিং ব্যবস্থা চালু করা হচ্ছে। এই কাজের জন্য শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর স্টেশন পর্যন্ত সিগন্যালিং ব্যবস্থা বন্ধ করা হয়েছে।