West Bengal School reopens:গরমের বর্ধিত ছুটি শেষে আজ থেকে খুলছে স্কুল

Updated : Jul 03, 2022 18:22
|
Editorji News Desk

আজ সোমবার থেকে খুলে যাচ্ছে (Schools Reopen) রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল। উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলির গরমের ছুটি (Summer Vacation) শেষে খোলার কথা ছিল ১৫ জুন। কিন্তু পরে তা আরও ১১ দিন বাড়ানো হয়।

এবছর গরমের ছুটি বাড়ানো নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক শুরু হয়েছিল। সমালোচকদের একাংশের মতে, গরম এতটা বেশি ছিল না যে, গরমের ছুটি বাড়িয়ে দিতে হবে। অনেকেই পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশার তুলনা টেনে বলেছেন, সেখানে পশ্চিমবঙ্গের থেকেও গরম বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানো হয়নি। কিন্তু অন্য অংশের মতে, এপ্রিলের শেষ সপ্তাহে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় স্কুলগুলিতে গরমের ছুটির কথা বলেছিলেন, তখন প্রবল দাবদাহে তেতে ছিল বাংলা। ওই পরিস্থিতিতে অনেক স্কুলেই পড়ুয়ার সংখ্য়া কমতে শুরু করেছিল। জেলার অনেক স্কুল থেকেই পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। সেই পরিস্থিতিতে সরকার কোনও ঝুঁকি নিতে চায়নি। 

উল্লেখ্য, এই বছর ২ মে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল। প্রথমে স্কুলগুলি খোলার কথা ছিল ১৫ জুন। কিন্তু পরবর্তীতে তা আরও ১১দিন বাড়িয়ে দেওয়া হয়। এর জেরে স্কুলগুলিতে ষান্মাষিক ও বার্ষিক পরীক্ষার তারিখও পিছিয়ে দেওয়া হয়। বর্ষার আগে দক্ষিণবঙ্গে কিছুটা গরম পড়লেও উত্তরবঙ্গ তাপমাত্রা সহনীয় ছিল। সেখানকার  অভিভাবকদের একাংশ তাই রাজ্য সরকারের ছুটি বাড়ানোর বিরোধিতা করে। ছুটি কমানোর দাবিতে অনেকে আদালতের দ্বারস্থ হন। এই প্রেক্ষিতে রাজ্যের কাছে হলফনামা চেয়ে পাঠায় হাই কোর্ট। 

তবে, সরকারি নির্দেশিকা না মেনেই ২৭ জুনের আগেই রাজ্যের কয়েকটি বেসরকারি স্কুল গত সোমবার থেকে খুলেছে। মূলত সিএনআইয়ের অধীনের স্কুলগুলিতে ২০ জুন থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে। এবার খুলতে চলেছে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি। 

 

school college reopenSchool Education

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর