স্কুল নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) সোশ্যাল মিডিয়ায় সংঘাত দুই তৃণমূল নেতার (TMC Leader)। নিয়োগ ও ট্রান্সফারের নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ বনগাঁর চন্দনের (Chandan From Bongaon) বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তাঁর এটুকুই পরিচয় দেওয়া হয়েছে। এই নিয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে ফেসবুকে সরাসরি আক্রমণ করেছেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য।
কিন্তু কে এই বনগাঁর চন্দন! পোস্টে বলা হয়েছে, বনগাঁর এক স্কুলের শিক্ষক তিনি। অভিযোগ, তিনি শিক্ষক নিয়োগ ও বদলির নামে টাকা আত্মসাৎ করেছেন। পোস্টে যদিও স্পষ্ট করে পরিচয় দেওয়া হয়নি। প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের অভিযোগ, নির্দল প্রার্থীকে সঙ্গে নিয়ে দলীয় প্রার্থীকে হারিয়েছেন গোপাল শেঠ। যদিও বর্তমান পুর চেয়ারম্যান গোপাল শেঠের দাবি, সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে কুৎসা ছড়ানো হচ্ছে।
আরও পড়ুন: ইমন, সুদীপ্তা, বিদিপ্তা...টলিপাড়ার একগুচ্ছ চেনা মুখ জড়িয়ে পড়ছেন রহস্যে, কী ব্যাপার?
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। রঞ্জন নামে এক ব্যক্তি টাকা নিয়ে স্কুলে চাকরি দিতেন বলে অভিযোগ। পরে জানা যায়, বাগদার বাসিন্দা সেই ব্যক্তির আসল নাম চন্দন মণ্ডল। হাই কোর্টের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিবিআই এখনও চন্দন মণ্ডলকে ধরতে পারেনি। সেই ঘটনার সূত্র ধরেই এই ব্যক্তিকে বনগাঁর চন্দন বলে উল্লেখ করা হয়েছে মনে করছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রতারিতদের পুলিশের দ্বারস্থ হওয়ার আবেদন করা হয়েছে।