বাংলায় জোর কদমে বর্ষা তো ঢুকে পড়েছে। কিন্তু দক্ষিণে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত ভাবেই৷ ভাসছে উত্তরবঙ্গ। সকাল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের থেকে জলীয়বাষ্প এবং উত্তর-পশ্চিমের বাতাস এই দুইয়ের প্রভাবেই সক্রিয় মৌসুমী অক্ষরেখা। যা বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।
এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজ শনিবার বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়। বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি আশেপাশে। বাতাশে আর্দ্রতার পরিমাণ ৮৫%।