বিষ্ণুপুরের অহঙ্কার বালুচরি ও স্বর্নচরি শাড়ি। এই শাড়ির বাজার এখন রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশেও। সেই বাজারকেই আরো বিস্তৃত করতে প্রশাসনিক উদ্যোগে বিষ্ণুপুর মেলার ষষ্ঠ দিনে হল ফ্যাশান শো। বালুচরি, স্বর্নচরি পরে র্যাম্পে হাঁটলেন তনয়ারা। শো স্টপার স্বয়ং অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
নতুন প্রজন্মের কাছে বালুচরিকে আরো জনপ্রিয় করে তুলতে বিগত বেশ কয়েকবছর আগে থেকেই ফ্যাশান শো এর আয়োজন করে আসছে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ও বিষ্ণুপুর মেলা কমিটি । এবারও তার অন্যথা হয়নি। অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে ৩০ জন মডেল। স্থানীয়রা ছাড়াও এই তালিকায় ছিলেন ভিন জেলার বেশ কয়েকজন মডেল। এরপর প্রশাসনিক ভাবেই তাঁদের ক্যাটওয়াকের প্রশিক্ষণ দেওয়া হয়। চোখ ধাঁধানো ফ্যাশন শোয়ে এক ঝাঁক তারাদের মাঝে সবচেয়ে উজ্জ্বল তারা ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। লাল বালুচরিতে সেজেছিলেন অভিনেত্রী।