সায়নী ঘোষকে টাকা দেওয়ার কথা স্বীকার করলেন তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। আদালত চত্বরে ঘনিষ্ঠদের কাছে টাকা দেওয়ার কথা জানালেন তিনি। কোথায় কী উপলক্ষ্যে টাকা দিয়েছেন সেবিষয়েও জানিয়েছেন ।
জানা গিয়েছে, কুন্তল তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ২০২১ সালের অগাস্ট মাসে সায়নীর সঙ্গে আলাপ হয় তাঁর। তারপর পুজোর উদ্বোধন সহ একাধিক কাজের জন্য টাকা নিয়েছেন সায়নী। উদ্বোধনের জন্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছেন কুন্তল ঘোষ। পাশাপাশি বস্ত্র বিতরণ অনুষ্ঠান সহ একাধিক কাজের জন্যও টাকা নিয়েছেন সায়নী।
শুধু সায়নী নয়, সূত্রের খবর এক বলিউড অভিনেত্রীকেও টাকা দেওয়ার দাবি করেছেন কুন্তল ঘোষ। পাশাপাশি টলিউডের এক অভিনেতাকেও অনুষ্ঠানের জন্য টাকা নিয়েছেন কুন্তল।
সূত্রের খবর, একটি পানশালা উদ্বোধনের জন্য এক বলিউড অভিনেত্রীকে টাকা দিয়েছিলেন কুন্তল। প্রায় ৫ লাখ টাকা দেওয়া হয় তাঁকে। যদিও বিভিন্ন কারণে ওই পানশালা উদ্বোধন হয়নি। কিন্তু বলিউড অভিনেত্রীকে দেওয়া টাকা ফেরত পাননি বলে জানিয়েছেন কুন্তল।
কিন্ত শুক্রবার আদালতে কুন্তল জানিয়েছেন, "সায়নীকে রাজনৈতিক ভাবে হেনস্থা করা হচ্ছে।"