ED-র জিজ্ঞাসাবাদের প্রায় ৬ দিন পর ফের নির্বাচনী প্রচারে নামছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের করাজগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং সিংহী গ্রাম পঞ্চায়েতের প্রচারে থাকবেন তিনি। এদিকে বুধবার তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
শুক্রবার ইডির জেরার পর সায়নীকে কোনও জেলার প্রচারকারীদের তালিকায় রাখা হয়নি। জানা গিয়েছে, দলের তরফে ফের তাঁকে নির্বাচনী প্রচারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, গত শুক্রবার ইডির দফতর থেকে বেরিয়ে সায়নী জানিয়েছিলেন, নিয়োগ দুর্নীতি তদন্তে সবরকম সহযোগিতা করেবেন তিনি।
রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক্ষেত্রে সায়নীকে নির্বাচনের প্রচারে পাঠিয়ে দল বার্তা দিতে চাইছে যে শীর্ষ নেতৃত্ব সায়নীর পাশেই রয়েছে। পাশাপাশি বিরোধী বিজেপিকেও কিছুটা চাপে রাখা যাবে। কারণ সায়নীকে নির্বাচনী প্রচারে না পাঠালে বিরোধীরা সেটাকে অস্ত্র করে পঞ্চায়েতের প্রচারে নামবে। ফলে কিছুটা হলেও নতুন করে শাসক দলের চাপ বাড়বে। কিন্তু তাঁকে ফের প্রচারে পাঠিয়ে সেই পথ বন্ধ করে দিতে চাইছে শাসক দল।
অন্যদিকে দলের একাংশের বক্তব্য, প্রথমবার তলব করার পর বেশ কয়েকদিন সায়নীর দেখা পাওয়া যায়নি। তার কারণ ED অফিসাররা বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছিলেন তাঁর কাছে। সেই সব নথি সংগ্রহের জন্যই সায়নী ব্যস্ত ছিলেন।