উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অলচিকি ভাষায় পরীক্ষা দিয়ে রাজ্যের মধ্যে যুগ্ম প্রথম হলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির একলব্য মডেলের স্কুলের দুই ছাত্রী।
সরস্বতী বাস্কে ও মৌসুমী টুডুর প্রাপ্ত নম্বর ৪৭২। সরস্বতীর বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকায় এবং মৌসুমী টুডুর বাড়ি বাঁকুড়া জেলার বারিকুল থানা এলাকায়। সাঁওতালি ভাষায় পরীক্ষা দিয়ে স্কুলের মুখ উজ্জ্বল করায় গর্বিত ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির একলব্য মডেল স্কুলের ছাত্রছাত্রী-শিক্ষক সকলেই।
সরস্বতী ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করে পুলিশ হওয়ার স্বপ্ন দেখে।