RG কর ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রাই নামে এক সিভিক ভলান্টিয়ারকে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। সূত্রের খবর, খাবার নিয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে জেল কর্মীদের।
জানা গিয়েছে, জেলের খাবার পছন্দ হচ্ছে না সঞ্জয়ের। সেকারণে এগ চাউমিন খাওয়ার আবদার করেছেন তিনি। সেই খাবার না দেওয়ায় রাগারাগিও করেছেন সঞ্জয়।
জেল কর্মীরা জানিয়েছেন, জেল বন্দিদের জন্য নির্দিষ্ট খাবার বরাদ্দ থাকে। সেই নির্দিষ্ট খাবারের বাইরে অন্য কিছু দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে নিত্যদিন এগ চাউমিন খাওয়ার জন্য বায়না করছেন সঞ্জয়। অন্যদিকে বাড়ির খাবারও তাঁকে খেতে দেওয়া হচ্ছে না। কারণ, জেলবন্দিদের বাড়ির খাবার খাওয়ার জন্য প্রয়োজন নির্দিষ্ট অনুমতি। আদালতের তরফে সেই অনুমতি মিললে তবেই বাড়ির খাবার দেওয়া হয়। সঞ্জয়ের ক্ষেত্রে সেই অনুমতি নেই।
বারবার বায়না করলেও সঞ্জয়কে জেলের খাবারই দেওয়া হচ্ছে। এমনকি তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, জেলের খাবার না খেতে চাইলে সব খাবারই দেওয়া বন্ধ করে দেওয়া হবে। যদিও তারপর অনিচ্ছা সত্বেও সেই খাবারই খাচ্ছেন সঞ্জয়।