সন্দেশখালিকাণ্ডে হিংসার পাশাপাশি গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করল পুলিশ। ভারতীয় দণ্ডবিধির এই ধারা রুজু করা হয়েছে দুই অভিযুক্ত উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। ইতিমধ্যেই এই অভিযোগে উত্তমকে গ্রেফতার করা হয়েছে। এখনও অধরা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা।
জানা গিয়েছে পুলিশের কাছে এক মহিলা গোপন জবানবন্দি দিয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই ৩৭৬ (ডি) এবং ৩০৭ ধারা অর্থাৎ গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃত উত্তমকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
আরও পড়ুন - বাড়ির গণেশের মূর্তি দিয়েই আট বছরের একরত্তিকে থেঁতলে দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ
সন্দেশখালির ঘটনায়, সম্প্রতি সেখানে ১৪৪ ধারা জারি করে রাজ্য । কিন্তু, নির্দিষ্ট নিয়ম মেনে ১৪৪ ধারা জারি করা হয়নি বলে অভিযোগ । মামলা হয় হাইকোর্টে ।